ডিএনএ: দ্যা ডাবল হেলিক্স!!


ছবি: প্যাচানো সিড়ি

বাশের মই দেখেছেন কখনও?

দুটা একই সাইজের লম্বা বাশ কিছু কিছু ক্ষুদ্রাকৃতির বাশের টুকরা দিয়ে সংযুক্ত থাকে যা কিনা আমরা উচু
কোন জায়গায় উঠার জন্য ব্যবহার করি।

আচ্ছা এখন যদি আমরা ক্ষুদ্রাকৃতির একটা বাশের মইকে কয়েকটা মোচর দেই এমন ভাবে যাতে বাশের কোন অংশই ভেঙ্গে না যায় তাহলে জিনিষটা দেখতে কেমন হবে? অনেকটা প্যাচানো সিড়ির মত নয় কি। এরকম পাচানো সিড়ি আমাদের দেশে আগে দেখা যেত। এরকম একটা সিড়ি আহসান মন্জিলে দেখছিলাম যতদূর মনে পরে।

যাইহোক এই প্যাচানো সিড়ির মত দেখতে বস্তুটাই হল ডিএনএ-র আকৃতি যাকে ইংরেজীতে বলা হয় "ডাবল হেলিক্স"।

এই ডিএনএ বেশ কিছু রাসায়নিক উপাদান দিয়ে তৈরী হয়। আমরা এই লেখার প্রথমে দেখেছিলাম দুটা লম্বা বাশ কিছু ক্ষুদ্র বাশ দ্বারা সংযুক্ত থাকে। ডিএনএতে এই ভুমিকা পালন করে চারটা মলিকিউল:

A (Adenine)
T (Thymine)
G (Guanine)
C (Cytosine)

এর মধ্যে আবার A শুধুমাত্র T এবং G শুধুমাত্র C এর সাথেই সংযজিত হতে পারে। আরও মজার বিষয় হল এই এক একটা ডিএনএ স্ট্রান্ড বা লাঠি (অর্থাৎ একটা বাশ) অপর স্ট্রান্ডের সম্পূর্ণ বিপরীতভাবে পূরক। নিচের উদাহরণটা দেখুন:

ATGC
TACG

একটা স্ট্রান্ডে যদি ATGC এই ক্রমে বেইস (এ টি জি সি এই মলিকিউল গুলোকে বলা হয় বেইস) গুলো থাকে তাহলে অপর স্ট্রান্ডে থাকবে ঠিক TAGC এই ক্রমে।

লক্ষ্য করেছেন কি A শুধু T এবং G শুধু C এর সাথেই ভাব জমাচ্ছে।

ভাবা যায় কি এই চারটি অক্ষরের মধ্যেই সংরক্ষিত আছে আমাদের যত তথ্য!!

ভিডিও: ডিএনএ স্ট্রাকচার (কৃতজ্ঞতা: ইউটিউব)

1 comment:

Anonymous said...

raselkhan.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading raselkhan.blogspot.com every day.
fast cash loans
faxless payday loans