কনগ্রাচুলেশনস জাকি ভাই!!

আজকে সকালে মেইল বক্স খুলেই মনটা ভাল হয়ে গেল!! পাভেলর মেইলের মাধ্যমে জানতে পারলাম জাকী ভাইয়ের একটা পেপার হয়েছে "নেচার কেমিকেল বায়োলজি" জার্নালে (ইম্প্যাক্ট ফ্যাক্টর=১২.৪০৯) আর মেইল বক্স ভরে আছে সবার কনগ্রেচুলেশনস মেইলে। লিংক ধরে যখন জার্নাল পেজ এ গেলাম তখন অথর লিস্ট এর সিরিয়াল দেখে মনটা একটু খারাপই হইছিল জাকি ভাইয়ের নাম দুই নাম্বারে দেখে। কিন্তু একটু গবেষণা করার পরেই বের হল প্রথম অথর আর দ্বিতীয় অথরের কনট্রিবিউশন সমান এই পেপার করার জন্য তার মানে দাড়াইল প্রথম এবং দ্বিতীয় দুই অথরই ফার্ষ্ট অথরের মর্যাদা পাবে!!
মনটা আবার ভাল হয়ে গেল। সাথে সাথে আমিও মেইল করে দিলাম গ্রুপে ঘটনা জানিয়ে যে, জাকি ভাইও ফার্ষ্ট অথর!!

আমরা যারা এই লাইনে আছি, মানে মাইক্রোবায়োলজি রিসার্চে তাদের অনেকেরই ইচ্ছা বা স্বপ্ন থাকে নেচার জার্নালে একটা পেপার করার তার পুরা ক্যারিয়ারে। পিএইচডি লেভেলে পাবলিশ করাটা আসলেই টাফ। সেই টাফ কাজটাই করে ফেল্ল জাকি ভাই!! খুব ভাল একটা খবর দিয়ে আজকের সকালটা শুরু হল।

জাকি ভাইয়ের পেপারের লিংক

No comments: