ইয়োসেমিতে (Yosemite National Park) একদিন

আমেরিকায় বেশ কিছু জাতীয় উদ্যান আছে। তার মধ্যে ইয়োসেমিতে ন্যাশনাল পার্ক একটি (http://www.nps.gov/yose/index.htm)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এই পার্কটি এমনিতেই বেশ বিখ্যাত তার উপরে এই পার্ক নিয়ে রিসেন্টলি বেশ হৈ চৈ চলছে হান্টা ভাইরাসেরর কল্যানে (http://news.yahoo.com/u-officials-sound-worldwide-alert-yosemite-hantavirus-risk-013723439.html)। যেই সময়ে এই আউটব্রেকটা হয়েছিল (জুন ২০১২) আমরাও মোটামুটি সেই সময়েই গিয়েছিলাম একদিনের জন্য ওখানে। যদিও একদিন কিছুই না এই ভূ-স্বর্গের জন্য তবু যেটুকু সময় আমরা ছিলাম সেখানে তাতেই মনে এক ধরণের প্রশান্তি নিয়ে ফিরেছি।


ইয়োসেমিতে পার্ক প্রবেশ দ্বার (সানফ্রানসিসকো থেকে আসলে)। আশেপাশে টিকেট বুথ না দেখে খুশিই হইছিলাম। অবশ্য সেই খুশি বেশিক্ষণ টিকে নাই।




রাস্তার পাশেই কিছু সিনিক ভিউতে গাড়ী থামানোর যায়গা আছে। সেখানে নেমে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এবং ছবিও তুলতে পারবেন। সেখানে থেমেই তোলা। এটা একটা ক্ষরস্রোতা পাহাড়ী নদী।


সিনিক ভিউয়ের আর নদীর বৃতান্ত পরের ছবি দুটোতে আছে।


এই হইল টিকেট বা এডমিশন পাস মূল্য প্রাইভেট কার ২০ আমেরিকান টাকা (গাড়ীতে যত মাথাই থাক না কেন) আর হেটে বা সাইকেলে গেলে মাথাপিছু ১০ টাকা। ভ্যান/আরভিতে কত মনে নাই। (এই মূল্য ২০১২ সালের জুনের জন্য প্রযোজ্য)


এই রাস্তার নাক বরাবর পাহাড় (নাম জানি না) আর বামে তাকাইলে বিখ্যাত ইয়োসেমিতে ফলস।



এটা হল ইয়োসেমিতে ভিলেজের প্রবেশ পথ। আমরা এই ভিলেজেই নোঙর ফেলে (গাড়ী পার্ক করে) ফ্রি বাস রাইড আর হেটে হেটে ঘুরে দেখেছি এলাকাটা। এখানে এরকম বেশ কিছু ভিলেজ আছে তার মধ্যে একটা হলো কারি ভিলেজ (যেখানে হান্টা ভাইরাসের কাহিনীর উৎপত্তি হয়েছিল)। এসব ভিলেজের বিভিন্ন ভাগ আছে যেমন, কোন ভিলেজে আপনি আরভি (http://en.wikipedia.org/wiki/Recreational_vehicle) নিয়ে ক্যাম্পিং করতে পারবেন, কোথাও শুধু আপনার পার্সোনাল টেন্ট নিয়ে আবার কোথাওবা ভিলেজেরই টেন্ট বা কেবিন ভাড়া করে থাকতে পারবেন ইত‌্যাদি।


অনেকেই ভাবতে পারেন ডাকঘরের ছবি কেন দিচ্ছি। দিচ্ছি জিপকোডের জন্য (যারা ভবিষ্যতে গাড়ী নিয়ে যাবেন জিপিএস ব্যবহার করে) কারনটা হল জিপিএস এ ইয়োসেমিতের কোন ঠিকানা পাওয়া খুব দুস্কর আর এলাকাটা ঠিক জিপিএস বান্ধব না। (বিস্তারিত প্রথম লিংকে পাবেন এ ব্যাপারে)।



এবার একটু ইতিহাস জানা যাক।



এক কাঠুরের কল্যানেই আজকের ইয়োসেমিতে এত বিখ্যাত!!



ট্রেইল ধরে হেটে চলেছি আমরা ফলসের দিকে


জুম করে তোলা ফলস



অবশেষে ফলসের দোরগোড়ায় আমরা। এটাকে বলে লোয়ার ফলস



অবশ্য পাথর ডিঙ্গিয়ে আরও কাছে যাইনি আমরা



যদিও লোকজন ফলসের যত কাছে যাওয়া যায় যাচ্ছিল। বেশ পিচ্ছিল এবং সেজন্য প্রতি বছরই দু-একজন পটল তোলেন। তবে বেশীর ভাগ পটল তোলেন আপার ফলস থেকে নীচে দেখার সময়!!



আপার ফলস

পাখির চোখে ফলসের 3D মডেল



ফলসের ম্যাপ (2D)



লোয়ার এবং আপার ফলসের দিক নির্দেশনা



ছবিতে ফলসের জীবন বৃতান্ত!!





যদিও এই ট্যুরে প্রথমে ইয়োসেমিতে লিস্টে ছিল না, কিন্তু স্কুবা ডাইভিং করতে যেয়ে সদ্য প্রয়াত স্কুল বন্ধু নাফিজের উৎসাহেই মূলত এখানে যাওয়া। তাই তার প্রতি কৃতজ্ঞতা এবং এই ব্লগটা তাকে উৎসর্গ করছি। 

6 comments:

Anonymous said...

[url=http://www.freewebs.com/lipit0r]lipitor buy no prescription
[/url]buy generic lipitor online
lipitor price in pakistan
prices on generic lipitor
lipitor price in usa
atorvastatin 10 mg price india

Anonymous said...

[URL=http://pharmacypills.atspace.co.uk/dostinex/cabergoline-how-long.html]cabergoline how long[/URL]

Anonymous said...

[url=http://sustiva-efavirenz.webs.com/]purchase Efavirenz 500 mg
[/url] purchase Efavirenz 600 mg
buy Sustiva 600 mg online
order Sustiva 500 mg

Anonymous said...

[url=http://rebetol-online.webs.com/]order rebetol online
[/url] copegus buy online
rebetol 100 mg
purchase rebetol

Anonymous said...

[url=http://orderamoxicillin.webs.com/]amoxicillin 250 mg overdose
[/url] can you buy amoxicillin over the counter in uk
buy amoxicillin no prescription fda checked pharmacy
normal mg amoxicillin

Anonymous said...

[url=http://www.microgiving.com/profile/ribavirin]buy virazole
[/url] virazole 100 mg
ribavirin online
buy rebetol online